-->
গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সমাবেশ

গাইবান্ধা প্রতিনিধি
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সমাবেশ

গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি'র গাইবান্ধায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার (৪ নভেম্বর) বিকালে পৌর শহীদ মিনার চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দলের জেলা সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও গণতন্ত্র মঞ্চের শীর্ষ সমন্বয়ক সাইফুল হক। এছাড়াও সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, আনছার আলী দুলাল, মাহমুদ হোসেন প্রমুখ।

সমাবেশে শ্লোগান ছিল ‘গণঅভ্যুত্থানের চেতনায় সকল বৈষম্যের বিলোপ করুন- অধিকার, ইনসাফ ও মুক্তির কাফেলায় সামিল হোন।’

প্রধান অতিথি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও গণতন্ত্র মঞ্চের শীর্ষ সমন্বয়ক সাইফুল হক গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করে দেশের বর্তমান পরিস্থিতির উপর দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version