গাজীপুরের শ্রীপুরে তাসলিমা নামে এক নারী এবং তার পরকীয়া প্রেমিক আশরাফুল ইসলামকে (৩০) কুপিয়েছে আজিজুল ইসলাম নামে এক যুবক। আজ সোমবার উপজেলার চন্নাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
আশরাফুল ইসলাম ঘটনাস্থলে মারা গেছেন এবং তাসলিমাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাসলিমার স্বামী আজিজুল ইসলাম। নিহত আশরাফুল (৩০) দিনাজপুরের হাকিমপুর উপজেলার পলিবটতলী গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে। তিনি ওই গ্রামের এসএস ফ্যাশন নামক একটি কারখানার পরিচালক। তাসলিমা খাতুন (২৮) আশরাফুল পরিচালিত কারখানায় শ্রমিকের কাজ করেন। অভিযুক্ত আজিজুল হক (৩০) ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক। তিনি শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামে জমি কিনে বাড়ি নির্মাণ করে বসবাস করতেন।
স্থানীয়রা জানান, আশরাফুলের কারখানায় চাকুরী করেন তাসলিমা। তার স্বামী আজিজুল পেশায় নির্মাণ শ্রমিক। প্রতিদিন সকালে কাজে চলে যান আজিজুল। ফেরেন বিকেলে বা রাতে। আশরাফুল ও তাসলিমার মধ্যে পরকিয়া ছিল। গতকাল সকাল সাড়ে সাতটার দিকে আজিজুল কাজে চলে যান। বিশেষ প্রয়োজনে ঘণ্টাখানেক পর বাসায় ফেরেন। এসে বসত ঘর ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পান। অনেক ডাকা-ডাকির পর দরজা খোলেন তাসলিমা। অস্বাভাবিক অবস্থায় দেখতে পান আশরাফুল ও তাসলিমাকে। উত্তেজিত হয়ে আজিজুল ধারলো বটি দিয়ে দু’জনকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। তার কোপে আশরাফুলের অন্ডকোষ ও পুরুষাঙ্গ বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলে তিনি মারা যান। এসময় তিনি কোপান তাসলিমাকেও। তার ডাক-চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পালিয়ে যান আজিজুল। স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় তাসলিমাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।
নিহতের শ্যালক আলম বলেন, দুলাভাই সাত বছর ধরে ওই কারখানা পরিচালনা করে আসছেন। তার এক কন্যা (২) রয়েছে। সকাল থেকে দুলাভাইয়ের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। কারখানায় গিয়ে তাকে পাইনি। দুপুরে স্থানীয়রা ফোন করে একটি হত্যাকাণ্ডের খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে ওই বাড়ির উত্তর ভিটির ঘরের মেঝেতে দুলা ভাইয়ের রক্তাক্ত মরদেহ দেখতে পাই। কী কারণে দুলাভাইকে কুপিয়ে খুন করা হলো তা জানা নেই।
শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশের শরীরে একাধিক কোপের ক্ষত রয়েছে। ঘটনাস্থল থেকে একটি ধারালো বটি উদ্ধার করা হয়। ঘাতক আজিজুল পলাতক রয়েছে।
ভোরের আকাশ/ সু
মন্তব্য