সিরাজগঞ্জ সরকারি শিশু পরিবারের অন্যসব শিশুদের মতো তাদের জীবনে নেই আনন্দের ছোঁয়া। হয়তো তাদের বাবা-মা থাকলে আর সকল শিশুদের মতোই তাদের জুটত না ভালো-মন্দ খাবারসহ ভ্রমণ। দীর্ঘদিন এই সরকারি শিশু পরিবারের শিক্ষার্থীরা আনন্দ বিনোদন থেকে বঞ্চিত থাকলেও তাদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় আনন্দ বিনোদন দিতে এগিয়ে এসেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মানবিক জননেতা সাইদুর রহমান বাচ্চু।
সোমবার দিনব্যাপী সিরাজগঞ্জ শহর রক্ষাবাঁধে অবস্থিত পৌর শিশুপার্কে শিশুসদনের শতাধিক শিশুর সঙ্গে বিনোদনসহ দুপুরের একবেলা ভালো খাবারের আয়োজন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মানবিক জননেতা সাইদুর রহমান বাচ্চু। দিনব্যাপী বিনোদনের সুযোগ পেয়ে আনন্দ উল্লাসে মেতেছিল এতিম শিশুরা।
আকস্মিক আনন্দ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন অসহায় এবং এতিম শিশুরা। তাদের অনুভূতি জানতে চাওয়া হলে তারা জানান, এমন আনন্দ কখনও আমরা পাইনি ম্যালা খুশি হইছি, কেউ কোনোদিন এতো ভালা খুশি করতে পারেনি। এখানে আমরা সবাই অনেক খেলাধুলা করে আনন্দ পেয়েছি। ট্রেন, নাগরদোলাসহ বিভিন্ন রাইডে চড়ে ঘুড়েছি এতে আমরা অনেক মজা পেয়েছি। দুপুরে আমাদের অনেক রকমের খাবর খাওয়ানো হয়েছে। এতে আমরা অনেক খুশি হয়েছি। এবং সারাদিনে আমরা অনেক আনন্দ ও মজা করেছি।এ ব্যাপারে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ছোটবেলায় আমারও বাবাকে হারিয়েছি তাই আমি বুঝি এতিমের কষ্ট। অনেকের তো মা-বাবা আত্মীয় পরিজন সব আছে কিন্তু এতিম শিশুদের আপনজন নেই। তাই তাদের আবদারেরও কোনো জায়গাও নেই। এতিম শিশুরা যেন আনন্দের সাথে চলতে পারে এজন্য আমি এমন উদ্যোগ নিয়েছি। আর এই এতিম শিশুদের সারাদিনের জন্য পৌর শিশুপার্কে উন্মুক্ত ভাবে খেলাধুলা সকল ধরনের খেলাধুলার ব্যবস্থা করেছি এবং দুপুরে ভালে মানের খাবার আয়োজন করেছি। খাবারে পোলাও, রোস্ট, গরুর মাংস, মুরগির মাংস, মাংসের ডাল,ছালাত,পিয়াজু, ঠান্ডাকোল্ড ড্রিঙ্কস সহ অনেক ধরনের খাবারের আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, আমারা সবাই যদি এই এতিম শিশুদের পাশে দাড়াতে পারি তাহলে এই এতিম শিশুরা একদিন শিক্ষিত হয়ে আমাদের এই দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাবে।
ভোরের আকাশ/মি
মন্তব্য