সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে পিরোজপুরের নাজিরপুরের মাছের বাজারগুলোতে ইলিশ মাছ সহ অন্য মাছের দাম অতিরিক্ত হওয়ায় ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এতে ক্ষোভ সৃষ্টি হয়েছে জনমনে।
সোমবার (০৪ নভেম্বর) সোমবার ও মঙ্গলবার (০৫ নভেম্বর) সকাল থেকে সরেজমিনে দেখা গেছে, উপজেলার চৌঠইমহল, সাতকাছেমিয়া, বাবুরহাট, দিঘীরজান, গাওখালী বাজারে ইলিশসহ অন্য মাছের দাম বেশি বিক্রি হতে দেখা গেছে। এছাড়াও উপজেলার বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে একই পরিস্থিতির খবর পাওয়া গেছে।
ক্রেতারা বলেন, আমাদের দেশের ইলিশ মাছ ও অন্য সকল মাছ পাওয়া যায়। তবে মাছের দম অতিরিক্ত হওয়ায় অধিকাংশ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। এতে করে আমাদের পরিবারে আমিষের ঘাটতি হচ্ছে। কিছু অসাধু ব্যবসায়ীর কারণে বেশির ভাগ সময় মাছের দাম অতিরিক্ত থাকে। সরকার এই দিকটায় নজর দিলে সিন্ডিকেট বন্ধ হলে সাধারণ মানুষরা মাছ কিনে খেতে পারতো বলে মনে করেন তারা।
এসব বাজারে কয়েকজন মাছ ব্যবসায়ীর সঙ্গে কথা হলে তারা বলেন, সরকার ২২ দিন মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছিল সে নিষেধাজ্ঞা রোববার (৩ নভেম্বর) রাত ১২টায় শেষ হয়েছে। নিষেধাজ্ঞা থাকায় মাছের দাম বেশি হয়েছে। তিন পিস ইলিশ মাছের কেজি এক হাজার টাকা, এক পিস এক কেজির কম ১৪০০ টাকা, এক পিস এক কেজি ২০০ গ্রাম হলে এক হাজার ৯০০ টাকায় বিক্রি হচ্ছে।
নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ জানান, ইলিশ মাছের আমাদের যে বাজার মনিটরিং টিম আছে। তারা বাজারে গিয়ে কোনো অসংগতি পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রতি বছর আশ্বিন মাসের পূর্ণিমার শেষের দিকে (১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর) গভীর সমুদ্র থেকে নদীর মোহনায় এসে ডিম ছাড়ে মা ইলিশ। ইলিশের বাধাহীন প্রজননের জন্য ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সাগর ও নদীতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সরকার।
ভোরের আকাশ/মি
মন্তব্য