-->

সাদুল্লাপুরে খুঁটিতে বেঁধে দুই যুবককে নির্যাতনের ভিডিও ভাইরাল

গাইবান্ধা প্রতিনিধি
সাদুল্লাপুরে খুঁটিতে বেঁধে দুই যুবককে নির্যাতনের ভিডিও ভাইরাল

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের কান্তনগর বাজারে চুরি অভিযোগে খুটিতে বেঁধে নির্যাতনের এক ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার দুলার বটেরতল এলাকায় মোটসাইকেল চুরির সময় তাদেরকে হাতেনাতে আটক করে স্থানীয়রা। পরে দুই যুবককে কান্তনগর বাজারে নিয়ে এসে একটি ল্যাম্প পোষ্টের খুঁটিতে রশি দিয়ে বেঁধে রাখা হয়। এ ঘটনার সময় প্রত্যক্ষদর্শীর মোবাইলে ধারণ করা একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বিষয়টি নিশ্চিত করেন দামোদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম। তিনি স্থানীয়দের বরাত দিয়ে বলেন, সাদুল্লাপুর-কান্তিনগর সড়কের পাশে মোটরসাইকেলের ওপর একটি ব্যগে মোবাইল ফোনে রেখে মাছ ধরতে নামে কয়েকজন যুবক। এসময় রাস্তা দিয়ে অভিযুক্ত দুই যুবক মোটরসাইকেলের ওপর রাখা ব্যাগ খুলতে যায়। এসময় স্থানীয়রা ব্যক্তিরা বিষয়টি দেখতে পায়। পরে তাদের বিরুদ্ধে মোটরসাইকেল ও মোবাইল চুরির অভিযোগে ধরে ফেলেন দুই যুবককে। পাশে কান্তানগর বাজারে নিয়ে যায়।

খবর পেয়ে ইউপি সচিব জাকির হোসেনকে সঙ্গে নিয়ে গ্রাম আদালতের মাধ্যমে সমাধান করা হয়। পরে মুসলেকা নিয়ে ওই দুই যুবককে তাদের অভিভাবকের হাতে তুলে দেওয়া হয়।

এদিকে, ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি খুঁটিতে দুই যুবককে বেঁধে রাখা হয়। খুঁটির সঙ্গে রশি দিয়ে তাদের হাত পিছনে রেখে বেঁধে রাখা ছিল। বেঁধে রাখা দুই যুবককে ঘিরে সেখানে ভিড় করেন স্থানীয় লোকজন। এসময় কেউ কেউ তাদেরকে চর-থাপ্পর দেয়। আবার উপস্থিত অনেকেই তাদেরকে মারধর করতে নিষেধ করেন।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ওসি তাজ উদ্দিন মুঠোফোনে জানান, ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি আমার নজরে আসনি। আর আমাকে কেউ এ বিষয়ে অবগত করেনি।

ভোরের আকিাশ/ সু

মন্তব্য

Beta version