ভোলার চরফ্যাশনে বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে পৃথক পৃথক স্থানে তাদের মৃত্যু হয়। নিহত ব্যক্তিরা হলেন, এওয়াজপুর ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও শশীভূষণ সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক মো.লিটন পাটোয়ারী (৪০) ও চর-ফকিরা গ্রামের বাসিন্দা রফিজল মাঝির ছেলে মো.শিহাব (১৫)।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, হঠাৎ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে আকাশ মেঘে ঢেকে যায়। তখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়।এসময় দলিল লেখক লিটন বাজার থেকে রাস্তা দিয়ে বাড়ি ফেরার পথে হটাৎ বজ্রপাতে আহত হন। গুরুত্বর আহত লিটনকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে একই উপজেলার চর-ফকিরা গ্রামের জেলে রফিজল ইসলামের ছেলে জেলে মো.শিহাব মাইনুদ্দিনঘাটে নোঙ্গর করা নৌকার কাছে ছিল বজ্রাঘাত থেকে ছোট ভাইকে রক্ষা করতে গিয়ে বড় ভাই শিহাব (১৫) আহত হয়। পরে স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার জেরিন আক্তার বজ্রপাতে গুরুত্বর আহত শিহাব ও লিটনকে মৃত ঘোষণা করেন।
ভোরের আকাশ/ সু
মন্তব্য