-->
শিরোনাম

সাতক্ষীরায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য র‍্যালি

সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য র‍্যালি

সাতক্ষীরায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির আয়োজনে গতকাল সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধাঃ সম্পাদক ও বর্তমান সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিমের নেতৃত্বে শহরের প্রাণকেন্দ্র নিউমার্কেট থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষন করে খুলনা রোড় মোড়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম। এসময় তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে আজ একটি গর্বের দিন।

এই দিনে সিপাহী জনতা ঐক্যবদ্ধ ভাবে বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্ত করেছিল। এদেশের মানুষ শুধু জিয়াউর রহমানকে মুক্ত করে ক্ষান্ত হয়নি তাকে ক্ষমতার মসনদে বসিয়ে ছিলেন। দীর্ঘদিন আ'লীগ সরকার ক্ষমতায় থেকে ঐতিহাসিক এই দিনটি পালন করতে দেইনি। তারা এদেশের নাগরিকের বাক স্বাধীনতা কেড়ে নিয়ে মিথ্যা গায়েবী মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছিল। বাংলাদেশের মানুষ এই দিনটিকে কখনো ভুলবে না।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সদর উপজেলা বিএনপির আহবায়ক এড নুরুল ইসলাম,সদস্য সচিব নুরে আলম সিদ্দিকি,আগড়দাড়ি ইউনিয়নে সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান,শিবপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান আব্দুল মুজিত,ঝাউডাঙ্গা ইউনিয়নে সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম,পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক,জেলা মৎসজীবী দলের আহবায়ক মাহমুদুল ইসলাম, সদস্য সচিব সাইফুল ইসলাম বাবলু,জেলা সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক প্রভাষক আনারুল ইসলাম,সহ সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন নীরব, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক রাজিবুল ইসলাম,জেলা ছাত্রদলের সাবেক সাধাঃ সম্পাদক আসাদুজ্জামান আজ্জেদ, সরকারি কলেজের সাবেক সভাপতি রাকিব ইসলাম,সাবেক যুগ্ম সম্পাদক আসিফ ইকবাল,শহর ছাত্রদলের সদস্য সচিব শাহিন ইসলাম, যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল আমিন সহ সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির আহবায়ক, সদস্য সচিব এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।

ক্যাপসানঃ সাতক্ষীরা জেলা বিএনপি'র সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলীমের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান প্রশিক্ষণ করে।

 

ভোরের আকাশ/মি

মন্তব্য

Beta version