বরিশালে মহানগর জামায়াতের উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন

বরিশাল প্রতিনিধি
বরিশালে মহানগর জামায়াতের উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন

৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল মহানগর জামায়াতের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪ টায় বরিশাল প্রেসক্লাব অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহানগর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মু.বাবর।

সভাপতির বক্তব্যে মহানগর আমির বলেন, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট এ জাতির সূর্যসন্তান বাংলাদেশ সেনাবাহিনী একটি বিপ্লব সংঘটিত করেছিল। সেই বিপ্লবের পরে বাংলাদেশের সকল আপমর জনতা আনন্দ উল্লাস করেছিল। ৭৫ এর ১৫ ই আগস্টের বিপ্লবকে নসৎ করার জন্য ৩রা নভেম্বর খালেদ মোশাররফের নেতৃত্বে প্রতি বিপ্লব সংগঠিত করা হয়েছিল। কিন্তু দেশ প্রেমিক সিপাই জনতার ৭ ই নভেম্বর সেই প্রতি বিপ্লবকে প্রতিহত করেছিল।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন তারা ফ্যাসিবাদী হয়ে ওঠে। যেমন ৭২ থেকে ৭৫ সালে তারা ফ্যাসিবাদী লুণ্ঠন হত্যা সংঘঠিত করেছিলো তেমনি ২০০৯ সালে ক্ষমতায় আসে আবারো একই কার্যক্রম তারা করেছে এবং গোটা জাতিকে ১৭ বছর কারারুদ্ধ করে রেখেছে। সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন ২৪ এর এই বিপ্লবকে কেউ নসাৎ করতে না পারে। ৭ই নভেম্বরের সেই বিপ্লব থেকে শিক্ষা নিয়ে প্রতিবিপ্লব প্রতিহত করতে হবে।

মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় প্রোগ্রামে আরও উপস্থিত ছিলেন মহানগরীর সহকারি সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান মহানগর কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান, তারিকুল ইসলাম, মাওলানা শফিউল্লাহ তালুকদার, অধ্যাপক মাহফুজুর রহমান আমিন, অধ্যাপক সুনতানুল আরেফিন,অধ্যাপক আনোয়ার হোসাইন প্রমুখ।

 

ভোরের আকাশ/মি

মন্তব্য