ফেনীর দাগনভূঁঞা উপজেলাধীন জায়লস্কর ইউনিয়নের সুলতানা মেমোরিয়াল গার্লস স্কুলে শিক্ষার্থীদের মাঝে নারী স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ ও সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুরে স্কুল মিলনায়তনে আয়োজিত সভার সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষিকা মনিকা সরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা ও জহুর ফাউন্ডেশনের সদস্য জাহানারা লাইজু। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জহুর ফাউন্ডেশনের উপদেষ্টামন্ডলীর সদস্য সাইফুল ইসলাম,শিক্ষক প্রতিনিধি মো: শাহ আলম, দিলীপ চন্দ্র দাস, মোতাহের হোসেন ও রাজেশ চক্রবর্তী।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের সব শিক্ষার্থীদের মাঝে খাদ্য, বস্ত্র, স্যানিটেশন ও ঔষধপত্র বিতরণ করা হয়। এসব জিনিসপত্র পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা বেশ খুশি হয়েছেন।
প্রধান অতিথির বক্তব্যে জাহানারা লাইজু স্কুলের সব শিক্ষার্থীদেরকে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলা, নিয়মিত লেখাপড়া করা ও নিয়মিত স্কুলে আসার জন্য আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার্থীরা ভালো ফলাফল করলে তোমাদের নিজেদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, মা-বাবার মুখ উজ্জ্বল হবে, শিক্ষকদের মুখ উজ্জ্বল হবে এবং সেই সাথে স্কুলেরও সুনাম হবে।
ভোরের আকাশ/ সু
মন্তব্য