-->

রাজবাড়ীতে পাবনার চরমপন্থী নেতা শহিদ হত্যা মামলায় দুইজন গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে পাবনার চরমপন্থী নেতা শহিদ হত্যা মামলায় দুইজন গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে চাঞ্চল্যকর চরমপন্থী নেতা শহিদ মোল্লা হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম রবিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের গোপালবাড়ী এলাকার মো. শাকিল খান এবং গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বালিয়াডাঙা এলাকার মো. হাসিবুল হাসান।

থানা সূত্রে জানানো হয়, শনিবার দিবাগত রাতে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ ও এসআই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে শাকিল খানকে ঢাকার শাহআলী থানা এলাকা থেকে এবং হাসিবুল হাসানকে গোয়ালন্দ উপজেলার বালিয়াডাঙা এলাকা থেকে গ্রেপ্তার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দুইজনই শহিদ মোল্লা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

উল্লেখ্য, গত ১৩ জুলাই বিকেলে গোয়ালন্দের উজানচর ইউনিয়নের রমজান মাতুব্বর পাড়ায় মেহগনি বাগানে শহিদ মোল্লাকে মারধর করা হয়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে তাকে গোয়ালন্দ হাসপাতালে রেখে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে পুলিশ হাসপাতালে গিয়ে শহিদের মরদেহ উদ্ধার করে। পরদিন শহিদের ভাই কাদের মোল্লা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

 

মন্তব্য

Beta version