সিরাজগঞ্জ সদর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হাড়িয়ে রাস্তার উপরে থাকা একটি মিক্সার মেশিনের সাথে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (১১ নভেম্বর) রাতে সদর উপজেলার বাগবাটী ইউনিয়নের (সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের) হরিণা পিপুলবাড়িয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আজ মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেন।
নিহতেরা হলেন, উপজেলার বাগবাটী ইউনিয়নের দত্তবাড়ি গ্রামের বেলাল হোসেনের ছেলে কলেজ ছাত্র আব্দুল হাকিম (২০) ও হরিণা গ্রামের তোজাম উদ্দিনের ছেলে মুদি দোকান ব্যবসায়ী সৌরভ আলী (৪২)।
স্থানীয়রা বলেন, রাতে এই দুজন বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে পিপুলবাড়িয়া বাজারের কাছে এসে নিয়ন্ত্রণ হাড়িয়ে রাস্তার উপর থাকা মিক্সচার মেশিনের সাথে ধাক্কা লেগে গুজরত আহত হন। পরে আমরা তাদের দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে সেখান কার চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, হরিণা পিপুলবাড়িয়া বাজারের পাশে রাস্তার ওপরে আগে থেকেই একটি মিক্সার মেশিন (রাস্তার কাজে ব্যবহৃত) রাস্তার ওপর দাঁড়ানো ছিল। রাতে ওই দুইজন একটি মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থানে পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে দাঁড়িয়ে থাকা মিক্সার মেশিনের সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা দুইজনই গুরুতর আহত হন। পরে স্থানিয়রা দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভোরের আকাশ/ সু
মন্তব্য