-->
শিরোনাম

মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টারে বাড়ি ফেরা মাজহারুলের

ভ্রাম্যমাণ প্রতিনিধি
মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টারে বাড়ি ফেরা মাজহারুলের

মায়ের স্বপ্ন ছিল হেলিকপ্টারে চড়ে ছেলে বাড়ি আসবে। সেই স্বপ্ন পূরণ করেছেন কিশোরগঞ্জের হোসেনপুরের মাজহারুল ইসলাম নামের এক যুবক। তিনি উপজেলার জিনারী ইউনিয়নের চরহাজীপুর গ্রামের ফকির বাড়ির নুরুল ইসলামের ছেলে। গত রোববার বিকেল ৫টার দিকে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে বাড়ি ফিরলেন তিনি।

সরেজমিনে গিয়ে জানা যায়, নুরুল ইসলাম ও রাজিয়া বেগম দম্পতির ৬ ছেলেমেয়ের মধ্যে দ্বিতীয় মাজহারুল ইসলাম। মাজহারুল ১২ বছর মালয়েশিয়া কাটিয়ে মায়ের ইচ্ছে পূরণে হেলিকপ্টারে করে বাড়ি ফিরেন।

বড় ভাই আনসারুল ইসলাম বলেন, আমার ভাই এত বছর পর বাড়ি আসবে; হেলিকপ্টারে যেন বাড়ি আসে। এটা মায়ের স্বপ্ন ছিল। আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে।

আবেগ আপ্লূত হয়ে মা রাজিয়া বেগমকে দেখা যায় ফুলের তোড়া দিয়ে ছেলেকে বরণ করতে। তিনি বলেন, আমি অত্যন্ত খুশি হয়েছি। এত বছর পর আমার ছেলে বাড়ি ফিরেছে হেলিকপ্টার করে। আমার ইচ্ছা পূরণ করেছে।

ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version