সদ্য পূর্ণ গঠিত খাগড়াছড়ি জেলা পরিষদের আওয়ামী দোসর জিরুনা ত্রিপুরাকে চেয়ারম্যান নিয়োগ দেওয়ার প্রতিবাদ এবং উক্ত পরিষদ বাতিলের দাবিতে সাংবাদিক সম্মেলন ও জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়। মঙ্গলবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে পার্বত্য খাগড়াছড়ির সর্বস্তরের ছাত্র জনতার আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সদ্য নিয়োগপ্রাপ্ত জিরুনা ত্রিপুরা সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরার অনুগত আওয়ামী দোসর তাকে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান নিয়োগ দেওয়ায় ছাত্র জনতা’সহ সাধারণ জনতা ক্ষুদ্ধ। তারই প্রেক্ষিতে তারা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করার সিদ্ধান্ত নেয়।
স্মারকলিপির অনুলিপি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, চট্টগ্রাম সেনানিবাস জিওসি ২৪ পদাতিক ডিভিশন, রিজিয়ন কমান্ডার ২০৩ পদাতিক ব্রিগেডিয়ার ডিভিশন, পুলিশ সুপার খাগড়াছড়ি, খাগড়াছড়ির ডিজিএফআই’র কমান্ডার, সেক্টর কমান্ডার, কমান্ডার এএসইউ বরাবর প্রেরণ করা হয়।
উল্লেখ্য, আগামী ২৪ ঘণ্টার মধ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে সদ্য নিয়োগ প্রাপ্ত জিরুনা ত্রিপুরাকে অপসারণ করা না হলে জেলা পরিষদ ঘেরাও, হরতাল, অবরোধ’সহ কঠোর আন্দোলন ডাক দিতে বাধ্য হবে বলে জানিয়েছে পার্বত্য খাগড়াছড়ির সর্বস্তরের ছাত্রজনতা।
ভোরের আকাশ/ সু
মন্তব্য