-->
শিরোনাম

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুনামগঞ্জ কমিটি বিলুপ্তির দাবি

সুনামগঞ্জ প্রতিনিধি
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুনামগঞ্জ কমিটি বিলুপ্তির দাবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত বিপ্লবীদের বাদ দিয়ে বিতর্কিত কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ করেছে সুনামগঞ্জের সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (১২ নভেম্বর) বিকালে সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে এ সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদ্য ঘোষিত সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক ইমন দ্দোজা বিতর্কিত মানুষ। কমিটিতে তাদের আত্মীয় স্বজনের নামের অভাব নাই। এমনকি অনেককে যুগ্মআহ্বায়ক পদে রাখা হয়েছে, তারা নিজেরাই জানেন না তাদের নাম দেয়া হয়েছে। অথচ যারা আন্দোলনে যুক্ত ছিলো তাদের নাম নেই কমিটিতে।

জনসাধারণ ও সাধারণ শিক্ষার্থীরা এই কমিটিকে প্রত্যাখ্যান করেছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, আগামী শুক্রবারের মধ্যে কেন্দ্র থেকে সুনামগঞ্জে এসে এই কমিটিকে বাতিল করতে হবে। এবং প্রত্যেক উপজেলার শিক্ষার্থীদের নাম দিয়ে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ ছিলো তাদেরকে নিয়ে কমিটি ঘোষণা করতে হবে। আগামী শুক্রবারের মধ্যে এই কমিটি বিলুপ্ত করে আন্দোলনে সম্পৃক্ত সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কমিটি গঠন করা না হলে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সুনামগঞ্জ ডুকতে দেয়া হবে না বলে হুশিয়ারী দেন বক্তারা। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বারী সিদ্দিকী, শরিফ আহমেদ মানিক, মিনহাজ, মিজান, রাজন আহমদ, সাকিব, মকবুল হোসেন প্রমুখ।

উল্লেখ্য, গত রবিবার (১০ নভেম্বর) কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার কমিটি প্রকাশ করেন সমন্বয়ক হাসিবুল ইসলাম।

ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version