-->

নাজিরপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

নাজিরপুর ( পিরোজপুর) প্রতিনিধি
নাজিরপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

পিরোজপুর জেলার নাজিরপুর থানা পুলিশের বিশেষ অভিযানে গত ১২ নভেম্বর দিবাগত রাতে নারী ও শিশু নির্যাতন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামী আব্দুল কুদ্দুস (৫২) উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের উত্তর বানিয়ারী গ্রামের মান্নান হাওলাদারের পুত্র।

নজিরপুর থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল্লাহ আল মাহমুদ ফরিদ ভূইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, আসামী আব্দুল কুদ্দুস ১৯৯৮ সালে ঝালকাঠি জেলার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন আদালত কতৃক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী। সে দীর্ঘ ২৭ বছর পলাতক ছিল। আসামীর পরিবার সুত্রে জানা যায়, আসামী আব্দুল কুদ্দুস ঝালকাঠি জেলার মনপাশা গ্রামে আনোয়ার মোল্লার বাড়ীতে দীর্ঘদিন ডেইলী লেবারের কাজ করতো। সেই সুবাদে আনোয়ার মোল্লার মেয়ে শাহনাজ এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

বিষয়টি মেয়ের পরিবারে জানাজানি হলে তারা প্রেমের সম্পর্ক মেনে নিতে অস্বীকৃতি জানায়। তারপর তারা চট্টগ্রামে পালিয়ে গিয়ে ২০ হাজার টাকা দেনমোহর ধার্য করে ইসলামিক শরীয়াহ মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। মেয়ের বাবা প্রভাবশালী হওয়ায় সে সময়ে কৌশলে মেয়েকে বাড়িতে এনে আব্দুল কুদ্দুস এর নামে মামলা করেন। তারপর থেকে আব্দুল কুদ্দুস পলাতক ছিল। সম্প্রতি আসামী তার মায়ের অসুস্থতার খবর পেয়ে বাড়িতে আসলে নাজিরপুর থানার পুলিশের হাতে গ্রেফতার হন। আসামীকে পিরোজপুর আদালতে প্রেরন করা হয়েছে।

 

ভোরের আকাশ/মি

মন্তব্য

Beta version