ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ শহরের পদ্ম পুকুরকে সাঁতারের উপযোগী করার দাবিতে মানববন্ধন করেছে মাওলানা ভাসানী ডিগ্রি কলেজের শিক্ষার্থীসহ শহরের বিভিন্ন কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও আমরা সিরাজগঞ্জবাসী। আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় শহরের মুজিব সড়কের পদ্ম পুকুরপাড়ে আমরা সিরাজগঞ্জবাসী ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
এসময় সাইদুর রহমান বাচ্চু তার বক্তব্যে বলেন, পদ্ম পুকুরে পৌরসভা অথবা জেলা প্রশাসকের কতৃপক্ষ যদি এখানে সাঁতার শেখার উপযুক্ত ব্যবস্থা করে তাহলে এখানকার ছেলে-মেয়েরা সাঁতার শিখতে পারবে এবং আমরা সিরাজগঞ্জবাসী উপকৃত হবো। আর এখানে যেনো সুইমিংপুলের ব্যবস্থা করে দেয় প্রশাসনের পক্ষে থেকে। আর যদি আমাদের কাছে থেকে টোকেন মানি নেয় সেটা আমরা দিতে রাজি আছি কিন্তি এখানে সাঁতারকাটার উপযোগী করে দিতে হবে। বিশেষ করে এই পদ্ম পুকুরপাড়ের চারিপাশ ঘেরাও করে উপরে ছাঁদ দিয়ে রক্ষণাবেক্ষণ করা যায় সে ব্যবস্থা করে দিতে হবে। এখানে যেনো ছেলে মেয়েরা সাঁতার কাটতে পারে সেই পরিবেশ করে দিতে হবে।
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা ভাসানী ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছাবিনা খাতুন, সম্পা খাতুনসহ আরো অনেকে।
মানববন্ধনে সিরাজগঞ্জে কর্মরত ইলেকট্রনিক্সস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/মি
মন্তব্য