রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে এক জেলের জালে ১০ কেজি ওজনের একটি চিতল মাছ ধরা পড়েছে, যা পরে ২২ হাজার টাকায় বিক্রি হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ভোরে দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে পদ্মা নদীর হরিরামপুর এলাকায় মাছটি ধরা পড়ে। সকাল ৬টার দিকে দৌলতদিয়া টার্মিনালে উন্মুক্ত নিলামে বাবুর আড়তে চিতল মাছটি প্রতি কেজি ২ হাজার টাকা দরে মোট ২০ হাজার টাকায় কিনে নেন ৫নং ফেরি ঘাটের মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ।
মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান জানান, মাছটি ২ হাজার টাকা কেজি দরে ক্রয় করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে প্রতি কেজি ২,২০০ টাকা দরে মোট ২২ হাজার টাকায় বিক্রি করেছেন।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোস্তফা আল রাজিব বলেন, সম্প্রতি পদ্মা নদীতে জেলেদের জালে বড় আকারের ঢাই, ব্লাক কার্প, রুই, কাতল, মৃগেল, বাঘা আইড়, পাঙ্গাস, ইলিশ, বোয়াল, চিতলসহ নানা মাছ ধরা পড়ছে। এসব মাছ বিক্রি করে জেলেরা লাভবান হচ্ছেন।
ভোরের আকাশ/মি
মন্তব্য