-->

সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারেরঃ সাজ্জাদ জহির চন্দন

গাইবান্ধা প্রতিনিধি
সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারেরঃ সাজ্জাদ জহির চন্দন

সংখ্যানুপাতিক ব্যবস্থা চালুসহ নির্বাচন ব্যবস্থার সংস্কারসহ চার দফা দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির গণতন্ত্র জাগরণযাত্রা শেষ হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) শেষ দিনে গাইবান্ধায় লাল পতাকা ও ব্যানার-ফেস্টুন নিয়ে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সিপিবির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ জহির চন্দন বলেছেন, মৌলবাদীদের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হয়নি, আন্দোলন হয়েছে কৃষক শ্রমিক মেহনতি খেটে খাওয়া মানুষ তথা সর্বস্তরের জনতার। তিনি গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক সমাবেশে এ কথা বলেন। তিনি আরও বলেন, কৃষক শ্রমিকদের মেহনতের কোটি কোটি টাকা পাচার করেছে আওয়ামীলীগ। তাই কৃষক শ্রমিক মেহনতি মানুষের ভাগ্যের উন্নয়নে সরকারকে কাজ করতে হবে।

সিপিবি গত ১ নভেম্বর থেকে শোষণ-বৈষম্যবিরোধী গণতন্ত্র জাগরণযাত্রা শুরু করে। চারদফা দাবির মধ্যে রয়েছে শ্রমজীবী মানুষের জন্য সর্বত্র রেশনিং ব্যবস্থা চালু, এনজিও ঋণে সুদের হার কমানো, সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সংখ্যানুপাতিক ব্যবস্থা চালুসহ নির্বাচন ব্যবস্থার সংস্কার।

সমাবেশে জেলা কমিটির সভাপতি অ্যাড.শাহাদত হোসেন লাকুর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা কমিটির সাবেক সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সহ-সাধারণ সম্পাদক অ্যাড. মুরাদজামান রব্বানী, সম্পাদকমন্ডলীর সদস্য গোলাম রব্বানী মুসা, সাদেকুল ইসলাম, সাঘাটা উপজেলা সভাপতি যোগেশ্বর বর্মন, পলাশবাড়ি উপজেলা সভাপতি আব্দুল্যাহ আদিল নান্নু প্রমুখ।

সমাবেশে সাজ্জাদ জহির চন্দন আরও বলেন, সারাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। তিনি সকলকে সংখ্যালঘুদের পাশে থাকার আহ্বান জানান।

ভোরের আকাশ/মি

মন্তব্য

Beta version