-->

সরকারি কলেজের অধ্যক্ষ হলেন প্রফেসর মোহাম্মদ উল্যাহ স্বপন

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
সরকারি কলেজের অধ্যক্ষ হলেন প্রফেসর মোহাম্মদ উল্যাহ স্বপন

ভোলা জেলার সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান চরফ্যাশন সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন ভোলার সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ উল্যাহ স্বপন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. মাহবুব আলমের স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়। একই আদেশে দেশের ২১ জন শিক্ষা কর্মকর্তাকে অধ্যক্ষ পদে রদবদল ও নতুন পদায়ন করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস শিক্ষা ক্যাডারের নিন্মবর্ণিত কর্মকর্তাগণকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিজ নিজ বেতন ও বেতনক্রমে নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো। জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, মোহাম্মদ উল্যাহ স্বপন বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ১৬তম ব্যাচের সদস্য। তিনি তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার জন্মস্থান ভোলা জেলার তজুমদ্দিন উপজেলায়।

 

ভোরের আকাশ/মি

মন্তব্য

Beta version