-->

ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও ঔষধ পেল তিন শতাধিক রোগী

ফেনী জেলা প্রতিনিধি
ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও ঔষধ পেল তিন শতাধিক রোগী

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিণ ডোমুরুয়ায় হাজী আবদুল মোতালেব ফাউন্ডেশন আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে আশপাশের প্রায় তিন শতাধিক গরীব অসহায় মানুষকে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে সকাল ৮টা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত প্রায় তিন শতাধিক রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকগণ ফ্রি ব্যবস্থাপত্র, ডায়াবেটিস পরীক্ষা, পেসার নির্ণয় ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়েছে। ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন বাত ব্যাথা বিশেষজ্ঞ ডা. মো. আসিফ উদ্দৌলা, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. তাওহীদুল ইসলাম এ্যানী,ডা. জান্নাতুল ফেরদৌসী ও পেইন স্পেশালিস্ট ডা. মফিজুল করিম।

আয়োজক হাজী আবদুল মোতালেব ফাউন্ডেশনের সভাপতি মো. আবদুল খালেক ভূঁইয়ার তত্ত্বাবধানে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে অতিথি ছিলেন গোলাম কিবরিয়া কামরুল ও দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞা।

হাজী আবদুল মোতালেব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. রিয়াজ উদ্দিন, আহসান হাবিব সুমন ও ওমর শরীফ এর সার্বিক তত্ত্বাবধানে ও ফ্রান্স প্রবাসী মো. ফরহান উদ্দিন ভূঁইয়ার সহযোগিতায় এসময় মুফতি আবদুল খালেক, স্বেচ্ছাসেবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করায় আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন এবং বন্যাদুর্গত মানুষের চিকিৎসায় এগিয়ে আসার জন্য ধন্যবাদ জানান। রোগীরাও নিজ এলাকায় বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ও ঔষধ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

হাজী আবদুল মোতালেব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. রিয়াজ উদ্দিন জানান, হতদরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে প্রত্যন্ত গ্রামে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আমাদের ফাউন্ডেশনের উদ্যোগে মানুষের কল্যাণে সবসময় কাজ করতে চাই।

 

ভোরের আকাশ/মি

মন্তব্য

Beta version