ফেনীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো মেধা উন্নয়ন বৃত্তি পরীক্ষা। পরীক্ষায় অংশ নিয়েছে সহস্রাধিক শিক্ষার্থী। শুক্রবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত তিনটি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় বৃত্তি পরীক্ষার হল পরিদর্শন করেন ফেনী সরকারি কলেজের বাংলা বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক রেজাউল হক, পরীক্ষা নিয়ন্ত্রক ও এশিয়ান কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম, বীকন মডেল কলেজের প্রভাষক ও দীপ্ত টিভির প্রতিবেদক আবদুল্লাহ আল-মামুন, ফেনী মডেল হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক নুর উল্লাহ চৌধুরী, ফেনী মেডিনোভা হসপিটালের পরিচালক এম. এ হান্নান, এশিয়ান কলেজের প্রভাষক সালমান ফারসী, মোহাম্মদ মোস্তফা খান, শাহ ইমরান, মাহমুদুল হাসান, কাওছারা আক্তার চৌধুরী।
স্কুল ও মাদ্রাসার প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ফেনী মডেল হাই স্কুল, হলি ক্রিসেন্ট হাই স্কুল, গোবিন্দপুর সিদ্দিকিয়া মাদ্রাসা তিনটি কেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবুল কালাম জানান, বাংলাদেশ কিন্ডার গার্ডেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ ফেনী জেলার আয়োজনে ও এশিয়ান কলেজ ফেনীর ব্যবস্থাপনায় ২০২২ সাল থেকে তৃতীয়বারের মতো এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কোমলমতি শিক্ষার্থীদের মেধা উন্নয়নে এ বৃত্তি পরীক্ষায় তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। প্রতিবছরই অংশগ্রহণকারীর সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। তিনি আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
ভোরের আকাশ/মি
মন্তব্য