-->
বন্যা-পরবর্তী ফেনীতে ফ্রি মেডিকেল ক্যাম্প 

বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ পেল ১ হাজার রোগী 

ফেনী প্রতিনিধি
বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ পেল ১ হাজার রোগী 

ফেনী জেলার বন্যাদুর্গত মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ভারগো রিটেল লিমিটেড এর সার্বিক ব্যবস্থাপনায় এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন প্রয়াস, ইয়ুথনেট ফেনী, আমরাই আগামী, এনসিটিএফ ফেনী ও ফেনী সেন্ট্রাল লিও ক্লাব। দিনব্যাপী এ আয়োজনে প্রায় ১ হাজার রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ পেয়েছেন। সম্প্রতি ফেনী পৌর এলাকার সহদেবপুর খায়রুল ইসহাক মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কার্যক্রম পরিচালনা করা হয়। 

দিনব্যাপী চলা এই ক্যাম্পে একাধিক অভিজ্ঞ চিকিৎসক দ্বারা মেডিসিন, ডায়াবেটিস, গাইনোকোলজি এবং শিশুস্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করা হয়।  এছাড়াও, রোগীদের জন্য বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ সরবরাহের পাশাপাশি রক্তের গ্রুপ নির্ণয় এবং ডায়াবেটিস পরীক্ষারও ব্যবস্থা করা হয়। 

ভারগো রিটেল লিমিটেডের জেনারেল ম্যানেজার কাউসার কামরুল হাসান বলেন, বন্যার ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা আমাদের মূল উদ্দেশ্য। ভারগো রিটেল লিমিটেড সবসময় মানবতার পাশে থেকে কাজ করতে চায়। এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আমরা দুর্গত মানুষদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছি এবং ভবিষ্যতে আমাদের এই ধরনের কার্যক্রম চলমান থাকবে।

ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর এসজেড অপু বলেন, ফেনী জেলার বন্যার ক্ষতি খুবই তীব্র এবং আমরা জানি যে স্বাস্থ্য সমস্যাগুলো দ্রুত সমাধান করা খুবই জরুরি। তাই এই ক্যাম্পের মাধ্যমে আমরা বন্যাদুর্গত মানুষদের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছি। এটি তাদের পুনর্বাসনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে। 

ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version