সন্দ্বীপের সকল স্তরের মাধ্যমিক শিক্ষাকে পূর্ণাঙ্গ ডিজিটালাইজেশন করতে এক কর্মশালার আয়োজন করা হয়। সোমবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার কবি আবদুল হাকিম পাবলিক অডিটোরিয়ামে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা।
সভায় বক্তব্য রাখেন, বাউরিয়া গোলাম খালেক একাডেমির প্রধান শিক্ষক নুরছাপা, আবদুল খালেক একাডেমি-গাছুয়ার প্রধান আমিনুর রসুল খান, দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদারুল আলম, মধ্য সন্তোষপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামশেদ উদ্দিন প্রমুখ।
সেমিনারের মূল বিষয় স্কুল ম্যানেজমেন্ট সফটওয়ার'র সকল মডিউল উপস্থাপন করেন স্পেইট ইনিশিয়েটিভ লিমিটেড সফটওয়্যার কোম্পানির জোনাল প্রতিনিধি সারোয়ার আফগানী। সেমিনারে ডিজিটালাইজেশন শীর্ষক আলোচনায় সকল স্কুল, কলেজ ও মাদরাসা সফটওয়্যারের মাধ্যমে পরিচালনার ব্যাপারে ঐক্যমত পোষণ করা হয়। এ বিষয়ে সকল কারিগরি সহযোগিতা প্রদান করবে সফটওয়্যার কোম্পানি স্পেইট ইনিশিয়েটিভ লিমিটেড। সেমিনারের সন্দ্বীপ প্রায় সকল স্কুল, কলেজ ও মাদরাসার প্রধান শিক্ষক, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সহযোগী সম্পাদক ইলিয়াছ সুমন, স্টাফ প্রতিনিধি ইঞ্জিনিয়ার নুর মোস্তফা আলী হাসান সহ অনেকেই উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/রন
মন্তব্য