-->
শিরোনাম

ফেনীতে বালক-বালিকাদের কাবাডি ও দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ফেনী জেলা প্রতিনিধি
ফেনীতে বালক-বালিকাদের কাবাডি ও দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় ফেনী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ফেনীতে বালক-বালিকাদের কাবাডি ও দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৮ নভেম্বর) দুপুরে ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: রায়হান মেহেবুব।

এতে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মো: শফি উল্লাহ,ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথ।

সন্তানদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় আগ্রহী করার জন্য অনুষ্ঠানে বক্তারা অভিভাবকদের প্রতি অনুরোধ করেন। তারা বলেন,সন্তানদের মোবাইলে আসক্তি কমিয়ে মাঠে খেলাধুলা করতে দেয়া উচিত।

উল্লেখ যে, কাবাডি ও দাবা প্রতিযোগিতায় ফেনী গিরিশ অক্ষয় একাডেমি,ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়,ফেনী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়,ফকিরহাট উচ্চ বিদ্যালয়,ফেনী সেন্ট্রাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়, রানার্স আপ হয় ফেনী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এবং দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তোয়াহা চৌধুরী ও রানার আপ হয় ফেনী গিরিশ-অক্ষয় (জি এ) একাডেমির শিক্ষার্থী অংকন মজুমদার।

 

ভোরের আকাশ/মি

মন্তব্য

Beta version