দিনাজপুর প্রেসক্লাবে বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন সংকলিত “দৈনন্দিন জীবনে আইন” গণমাধ্যম কর্মীদের জন্য অতি প্রয়োজনীয় আইনের এ সংকলন গ্রন্থটি জাতীয় দৈনিক ভোরের আকাশের সৌজন্যে উপহার দেয়া হয়।
১৮ নভেম্বর (সোমবার) সন্ধ্যায় দিনাজপুর প্রেসক্লাবে সভাপতির অফিস কক্ষে প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু ও সাধারণ সম্পাদক গোলাম নবী দুলালের হাতে আইনের সংকলন গ্রন্থটি তুলে দেন দৈনিক ভোরের আকাশের স্টাফ রিপোর্টার মাসউদ রানা। এসময় বাসস এর জেলা প্রতিনিধি মো. রোস্তম আলী মন্ডল, মাই টিভির জেলা প্রতিনিধি মুকুল চ্যাটার্জী, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি একরাম হোসেন তালুকদারসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বাংলাদশে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন বাংলাদেশ তথ্য ক্যাডারের (১৮তম বিসিএস) একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। তিনি দিনাজপুরে সিনিয়র তথ্য কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। তাঁর লেখা “দৈনন্দিন জীবনে আইন” গ্রন্থটি একজন মানুষের প্রতিদিনের জীবন-যাপনে প্রয়োজনীয় আইনের একটি সংকলন গ্রন্থ। যেহেতু বর্তমান সমাজ কাঠামো নানা রকম অইনের আওতায় পরিচালিক ও নিয়ন্ত্রিত। তাই এতে ব্যক্তিগত ও পেশাগত জীবনে অতি প্রয়োজনীয় আইন গুলোকে এক মলাটে সংকলিত করা হয়েছে। গ্রন্থটিকে আইনের অভিধানের মতো ঘরে বা অফিসে সংরক্ষণ করা হলে, এতে দৈনন্দিন কাজে উদ্ভুত সমস্যাগুলির সমাধান পাওয়া যাবে।
ভোরের আকাশ/মি
মন্তব্য