-->

কানাইঘাটে জেলা তথ্য অফিসের স্যানসিটাইজেশন সভা

সিলেট ব্যুরো
কানাইঘাটে জেলা তথ্য অফিসের স্যানসিটাইজেশন সভা

সিলেটে জেলা তথ্য অফিসের উদ্যোগে কানাইঘাট উপজেলায় বন্যা পরবর্তী করণীয় বিষয়ক স্যানসিটাইজেশন সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৯ নভেম্বর মঙ্গলবার কানাইঘাট উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তাগণ বন্যা এবং বন্যা পরবর্তী সময়ে স্বাস্থ্য সুরক্ষা ও করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. সালাহ উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা নাসরীন। সভায় আরো বক্তব্য প্রদান করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা গোপাল চন্দ্র সূত্রধর, উপজলা সমাজসেবা অফিসার মো. জিলানী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা নাসরীন বলেন, বন্যাপ্রবণ এলাকাখ্যাত কনাইঘাট উপজেলার জনসাধারণ প্রতিনিয়তই বন্যার সাথে যুদ্ধ করে যাচ্ছে। বছরে এক বা একাধিক বন্যায় এ এলাকার ঘর-বাড়িসহ ক্ষতি হচ্ছে বিভিন্ন পর্যায়ে। তবে এ সকল ক্ষতি কমিয়ে আনা যায় যদি বন্যার পূর্ব প্রস্তুতি থাকে। আর সে লক্ষ্যেই জেলা তথ্য অফিস, সিলেটের এ আয়োজন। অংশগ্রহণকারীদের অনুষ্ঠানে আহরিত তথ্যসমূহ সকলের নিকট পৌঁছানোরও আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. সালাহ উদ্দিন বলেন, বন্যার তিনটি পর্যায় থাকে, বন্যার পূর্বে, বন্যাকালীন এবং তৃতীয়টি হচ্ছে বন্যাপরবর্তী করণীয়- এ বিষয়গুলো সকলকে অবহিত করতেই এ আয়োজন। বন্যায় যাতে প্রাণহানি না ঘটে সেদিকে বিশেষ নজর রাখতে সংশ্লিষ্টদের আহ্বান জানান তিনি। দুর্যোগকালে সচেতনতামূলক এ বার্তাসমূহ যদি তৃণমূল পর্যায়ের মানুষের কাছে পৌঁছানো যায় তাহলেই এ আয়োজন স্বার্থক হবে বলে তিনি উল্লেখ করেন।

জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মো. লেবাছ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে কানাইঘাট উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

 

ভোরের আকাশ/মি

মন্তব্য

Beta version