মেধামী চিকিৎসকেরা জীবনকে আত্মকেন্দ্রীক ক্যারিয়ারের মধ্যে সিমাবদ্ধ রাখবে না, তারা স্বাস্থ্যসেবার পাশাপাশি সমাজ পরিবর্তনে ভূমিকা রাখবেন। এজন্য দক্ষ ও নৈতিক জ্ঞান সম্পন্ন চিকিৎসক তৈরিতে কাজ করে যাচ্ছে ন্যাশনাল ডক্টর্স ফোরাম (এনডিএফ)। বুধবার (২০ নভেম্বর) বিকালে বরিশাল জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বরিশাল বিভাগীয় চিকিৎসক সম্মেলন-২০২৪-এ বক্তারা এসব কথা বলেন। বক্তারা বলেন, আমাদের চিন্তা চেতনাকে ভোগবাদী রেখে পৃথিবীকে পরিবর্তন করা সম্ভব নয়।
এই সমাজ, রাষ্ট্র তথা পৃথিবীকে পরিবর্তন করতে হলে আমাদের চিন্তা চেতনার পরিবর্তন করতে হবে। ডাক্তারদের হতে হবে আদর্শ ইসলামী গুনের অধিকারী। সকল ডাক্তার তাদের আচরনের মধ্য দিয়ে সমাজে আলোর বিচ্ছুরণ ঘটাবেন। এজন্য ন্যাশনাল ডক্টর্স ফোরাম বহুমূখী কর্মকান্ড করবে বলেও জানান আমন্ত্রিত অতিথিরা।
ন্যাশনাল ডক্টর্স ফোরাম এর কেন্দ্রিয় সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. আলতাফ উদ্দিন আহমেদ-এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। বিশেষ অতিথি ছিলেন, এনডিএফ এর কেন্দ্রিয় সিনিয়র সহসভাপতি ডা. এ কে এম ওয়ালি উল্লাহ, জামায়াতে ইসলামীর বরিশাল মহানগর আমীর অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর, সম্মানিত অতিথি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল এর সদস্য প্রফেসর ডাক্তার আজিজ রহিম, বিশিষ্ট অতিথি এনডিএফ এর সহসভাপতি ডা. মো. আতিয়ার রহমান। এছাড়াও বক্তব্য রাখেন ডা. জহিরুল ইসলাম, ডা. জহির উদ্দিন বাবর ও ডা. মো. মোকতার আলী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এনডিএফ এর বরিশাল জেলা সাধারণ সম্পাদক বিশিষ্ট অর্থপেডিক সার্জন ডা. কে এম জাহিদুল ইসলাম। অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন জামায়াতে ইসলামীর বরিশাল পেশাজীবী থানা শাখার আমীর সুলতানুল আরেফিন।
ভোরের আকাশ/মি
মন্তব্য