মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের আয়োজনে আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) ফেনীর সোনাগাজী থানাধীন বখতার মুন্সি শেখ শহিদুল ইসলাম ডিগ্রী কলেজ মিলনায়তনে "মাদকমুক্ত জাতিগঠনে শিক্ষক ও শিক্ষার্থীদের ভূমিকা" শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন উক্ত কলেজের অধ্যক্ষ মোঃ শাহ আলম।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান। এতে বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মন্ডল।
সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন উক্ত কলেজের ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল হান্নান । সেমিনারে বক্তারা মাদকের অপব্যবহার প্রতিরোধে ছাত্র-শিক্ষক, অভিভাবকসহ সকল শ্রেনি পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
শিক্ষার্থীদের পক্ষ থেকে সেমিনারে বক্তব্য রাখেন কলেজের মানবিক বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী সানজিদুর রহমান ও মানবিক বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ইসরাত জাহান নিহা। প্রধান অতিথি উক্ত সেমিনারে উপস্থিত শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/মি
মন্তব্য