দীর্ঘ ২৯ বছর পর অবশেষে চালু হলো শেরপুর আন্তঃজেলা পৌর বাস টার্মিনাল। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে জেলা ও পৌর প্রশাসনের উদ্যোগে আন্তঃজেলা বাস চলাচল শুরু হয়েছে এই টার্মিনাল থেকে। শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান চতুর্থবারের মতো বাস চলাচল উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসক তোফায়েল আহাম্মদ, জেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব মো. হযরত আলী, সদস্য সচিব আলহাজ্ব এডভোকেট মো. সিরাজুল ইসলামসহ জেলার বাস-কোচ মালিক সমিতি, শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
পৌর কর্তৃপক্ষ জানায়, ১৯৯৫ সালে পৌরসভার উদ্যোগে আন্তঃজেলা বাস টার্মিনালের জন্য ভ‚মি অধিগ্রহণ করা হয়। মাটি ভরাটের দীর্ঘদিন পর ২০০৯ সালে করা হয় টার্মিনাল ভবন নির্মাণ। পরপর আবারও ১০ বছর বিরতি দিয়ে ২০১৯ সালে শুরু করে বাকী কাজ সম্পন্ন করা হয় ২০২৩ সালে। এতদিন রাজনৈতিক নানা টানাপোড়নে চালু করা সম্ভব হয়নি এই টার্মিনালটি। অবশেষে জেলার বাস মালিক-শ্রমিকদের সাথে দফায় দফায় বৈঠক করে আজ শেরপুর আন্তঃজেলা পৌর বাস টার্মিনালটি থেকে বাস চলাচল শুরু করা সম্ভব হয়েছে। আজ থেকে জেলার দূরপাল্লার সকল বাস-কোচ এখান থেকেই চলাচল করবে বলে জানা গেছে।
এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. হযরত আলী বলেন, এ টার্মিনাল থেকে বাস কোচ চলাচল করতে আমাদের দলের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে। যাত্রীদের নিরাপত্তা আমরা সবসময় দৃষ্টি রাখবো। প্রশাসনকে সহযোগিতা করবো। এ টার্মিনাল চালু হওয়ায় শহরের যানজটও কমে আসবে।
ভোরের আকাশ/ সু
মন্তব্য