ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের লাঙ্গল মোড়া গ্রামের শিক্ষক পরিবারের ঘরটি বন্যায় একেবারে বিপর্যস্থ হয়ে যায়। তারা নিজেদের উদ্যোগে ঘরটি পুনরায় নির্মাণ শুরু করেন।
শনিবার (২৩ নভেম্বর) বিকেলে ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ এর পক্ষ থেকে ওই পরিবারের ঘর তৈরির জন্য চার বান টিন উপহার হিসেবে দেয়া হয়। ঘরটির জন্য এ পর্যন্ত মোট ১৩ বান টিন উপহার হিসেবে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ এর সভাপতি ফয়জুল হক বাপ্পী, সদস্য সাংবাদিক আসাদুজ্জামান দারা,আর্য্য সাংস্কৃতিক সংগঠন ফেনীর সমন্বয়ক সমর দেবনাথ, স্বেচ্ছাসেবী সংগঠক কফিল মাহমুদ, পাঁচ গাছিয়া বাজারের আলম ট্রেডার্স এর স্বত্বাধিকারী মোঃ আলাউদ্দিন আলম, মাইনুদ্দিন প্রমুখ।
প্রসঙ্গত, লাঙ্গল মোড়ায় ওই ঘর তৈরির জন্য ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ ছাড়াও ঘুরে দাঁড়াবে ফেনী, সুরভী ফাউন্ডেশন, ফেনী ডেফোডিল স্কুল, রোটারিয়ান জালাল উদ্দিন বাবলু ও ক্রীড়া সংগঠক রিয়াজ উদ্দিন রবিনের পক্ষ থেকে সহায়তা দেয়া হয়।
ভোরের আকাশ/ সু
মন্তব্য