গাইবান্ধার পলাশবাড়ীতে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে জুয়েল রানা (২০) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার অপরাধী কাজে ব্যবহৃত চাইনিজ কুড়াল-পিস্তল-ম্যাগজিন-গুলিসহ বিভিন্ন উপকরণ জব্দ করেছে যৌথ বাহিনীর সদস্যরা। রবিবার (২৪ নভেম্বর) ভোরবেলার দিকে পলাশবাড়ী উপজেলার উদয়সাগর এলাকা থেকে ওইসব অস্ত্র-উপকরণ জব্দ করা হয়। এর আগে ঘোড়াঘাট এলাকা থেকে জুয়েল রানাকে গ্রেফতার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্রো। গ্রেফতারকৃত জুয়েল রানা দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার মাছুয়াপাড়া গ্রামের পান্না মিয়ার ছেলে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্রো বলেন, গোপন সংবাদে তাকে গ্রেফতার করে, তার দেওয়া তথ্যমতে পলাশবাড়ীর উদয়সাগর এলাকার এক বাড়ি থেকে একটি পিস্তল, ম্যাগাজিন, চাইনিজ কুড়াল, আট রাউন্ড গুলি ও এক বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
তিনি আরো বলেন, অপরাধী কাজের ওইসব উপকরণসহ জুয়েল রানাকে এ থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনীর সদস্যরা। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
ভোরের আকাশ/মি
মন্তব্য