গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধে বাগান থেকে সাড়ে তিনশতাধিক গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় মকছুদার রহমান গংদের বিরুদ্ধে। প্রায় ৭ লক্ষাধিক টাকা মূল্যের গাছ কেটে নিয়ে যাওয়ার ঘটনায় চরম দুশ্চিন্তায় পড়েছেন ভুক্তভোগী নিখিল কুমার চৌধুরীর পরিবার।
এ ঘটনার খবর পেয়ে গতকাল রোববার সরেজমিনে যাওয়া হলে সেখানে দেখা গেছে- ফলজ ও বনজ বাগানের গাছ কাটার দৃশ্য। সেখানে উভয় পক্ষের উত্তেজনাও দেখা যায়।
খোঁজ নিয়ে জানা যায়, সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মৃত নির্মল কুমার চৌধুরীর ছেলে নিখিল কুমার চৌধুরীদের সঙ্গে একই গ্রামের মৃত ছোলেমান হকের ছেলে মকছুদার রহমানদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এ ব্যাপারে মামলাও চলমান রয়েছে। এ মামলার আসামিরা জামিনে এসে গত ১৬ নভেম্বর সকাল সাড়ে ১১টার দিকে মকছুদার রহমান ও তার লোকজন দলবদ্ধ হয়ে নিখিল কুমার চৌধুরীর ভোগদখলীয় জমিতে প্রবেশ করে। এসময় ফলজ ও বনজ বাগানের সাড়ে ৩০০ গাছ জোরপূর্ব কেটে নিয়ে যায় তারা। একই সঙ্গে হালচাষ দিয়ে ঘাসের জমিরও ক্ষতি করেছে। এতে বাধা দিতে গেলে নিখিল কুমার চৌধুরী ও তার পরিবারের সদস্যদের প্রাণ নাশের হুমকি দেয় হামলাকারীরা।
এ বিষয়ে অভিযুক্ত মকছুদার রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
সাদুল্লাপুর থানার ওসি তাজ উদ্দিন খন্দকার বলেন, ওই স্থানে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। এ নিয়ে উভয় পক্ষের মামলা চলমান আছে।
ভোরের আকাশ/ সু
মন্তব্য