ক্যাব প্রস্তাবিত বাংলাদেশ জ্বালানি রূপান্তর নীতি ২০২৪ বাস্তবায়ন এবং বিদ্যুৎ, জ্বালানি খাত সংস্কার ও জ্বালানি অপরাধীদের বিচারের গণদাবিতে স্মারকলিপি দিয়েছে কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ফুলবাড়ী উপজেলা শাখা। রবিবার সকাল ১০টায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মীর মো. আল কামাহ তমালের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
উপজেলা ক্যাব সভাপতি মাসউদ রানা বলেন, জনগণ যেন সঠিক দাম, মাপ ও মানের বিদ্যুৎ এবং প্রাথমিক ও নবায়নযোগ্য জ্বালানি সেবা পায় এবং লুন্ঠনের শিকার না হয়, সে জন্য বিদ্যুৎ ও প্রাথমিক জ্বালানি সরবরাহের সকল পর্যায়ের স্বচ্ছতা, ন্যায্যতা, সমতা, যৌক্তিকতা, জবাবদিহিতা, তথা জ্বালানি সুবিচার নিশ্চিত করার লক্ষ্যে কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব এর পক্ষ থেকে লুণ্ঠন প্রতিরোধে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জ্বালানি খাত সংস্কার ও জ্বালানি অপরাধীদের বিচার নিশ্চিত করার লক্ষ্যে প্রস্তাবিত জ্বালানি রূপান্তর নীতি ২০২৪ বাস্তবায়ন চাই এবং এর আলোকে ভোক্তাদের পক্ষ থেকে ২১ দফা দাবি তুলে ধরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি পেশ করা হয়। গত বুধবার জেলা ক্যাবের পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমেও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সাধারণ সম্পাদক আব্দুল কাদির বলেন, লুণ্ঠনমুক্ত মুনাফাবিহীন সরকারের সেবাখাত হিসেবে বিদ্যুৎ ও জ্বালানিখাত উন্নয়ন হলে সে উন্নয়ন বৈষম্যবিহীন সমতাভিত্তিক সমাজ রূপান্তরের সহায়ক হবে এবং নবায়নযোগ্য বিদ্যুতের মূল্যহার ভারতের পর্যায়ে নামিয়ে আনা সম্ভব হবে। এজন্য জ্বালানির সুবিচার নিশ্চিত করার লক্ষ্যে প্রস্তাবিত জ্বালানি রূপান্তর নীতি ২০২৪ বাস্তবায়ন চাই সেই সাথে স্বার্থসংঘাত মুক্ত জ্বালানি সংস্কার জরুরী বলে মনে করি।
এসময় জেলা ক্যাবের নির্বাহী সদস্য ও উপজেলা ক্যাবের সভাপতি মাসউদ রানা, উপজেলা ক্যাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদির, ইউনিভার্সিটি স্টুডেন্টস এ্যাসোসিয়েশন ফুলবাড়ী এর আহ্বায়ক ও ক্যাব সদস্য রেজওয়ান বারীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার জানান, ক্যাব প্রস্তাবিত বাংলাদেশ জ্বালানি রূপান্তর নীতি ২০২৪ বাস্তবায়ন এবং বিদ্যুৎ ও জ্বালানিখাত সংস্কারের ২১ দফা দাবির স্মারকলিপিটি পেয়েছি। স্মারকলিপিটি প্রধান উপদেষ্টা বরাবর প্রেরণ করা হবে।
ভোরের আকাশ/মি
মন্তব্য