-->

সন্দ্বীপে ছাত্রদল কর্মী অপহরণের অভিযোগে সংবাদ সম্মেলন

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
সন্দ্বীপে ছাত্রদল কর্মী অপহরণের অভিযোগে সংবাদ সম্মেলন

সন্দ্বীপ উপজেলার মাইটভাংগা ইউনিয়নের ছাত্রদলের এক কর্মির উপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। রোববার (২৪ নভেম্বর) বিকেল ৪টায় একটি বাড়িতে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ঐ ছাত্রদল কর্মী বলেন, আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন (১৮), পিতা-আবু তাহের, মাতা-শাহেদা বেগম, সাং-মাইটভাঙ্গা, ওয়ার্ড-৫, রশিদের গো হাজী খোরশেদ সুকানীর বাড়ি, থানা/উপজেলা-সন্দ্বীপ, জেলা-চট্টগ্রাম। আমি দরিদ্র পিতা মাতার সন্তান। আমি বিএনপি'র একজন কর্মী। শুধুমাত্র রাজনৈতিক মতপার্থক্যের কারনে গত ২০ নভেম্বর আমার উপর ঘটে যায় এক অমানবিক ঘটনা। যার কোন প্রকার বিচার পাওয়ার সম্ভাবনা দেখছিনা। যার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ সহ সুবিচার পেতে আপনাদের শরণাপন্ন হয়েছি।

আমি গত ২০ নবেম্বর বুধবার সন্ধ্যা আনুমানিক ৭টায় আমার ব্যক্তিগত কাজে ধোপারহাটে যায়। ইতিপূর্বে আমি আমার ফেসবুকে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি পোষ্ট করি। এ ছবিকে কেন্দ্র করে পূর্ব থেকে উৎপেতে থাকা আমার প্রতিপক্ষ গ্রুপের ৮/১০ জন আমার উপর আক্রমনাত্তক হয়ে উঠে এবং আমি কোনদিন থেকে বিএনপি করি এসব জানতে চাই। আমি আমার দাদা সন্দ্বীপ উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক জামশিদুর রহমানের পরিচয় দিলে তারা আরো ক্ষিপ্ত হয়ে উঠে এবং ধোপার হাটের দক্ষিণ মাথায় বাবুল টেইলার্সের সামনে জনসম্মুখে আমার উপর আক্রমন চালাতে থাকে। আমাকে বেদম প্রহার করে মোটর বাইকে তুলে মাইটভাঙ্গা একটি বাগানে অপহরণ করে নিয়ে যায় এবং হত্যার চেষ্টা করে।

এ খবর পেয়ে আমার পরিবার পুলিশকে খবর দিলে সন্দ্বীপ থানার এসআই রমজানের নেতৃত্বে পুলিশের একাটি টিম মাইটভাঙ্গা ৫ নম্বর ওয়ার্ড থেকে আমাকে উদ্ধার করে। তবে পুলিশের টের পেয়ে সন্ত্রসীরা পালিয়ে যায়। আমাকে উদ্ধার শেষে পুলিশ আমাকে যেখানে ঘটনার সূত্রপাত সেখানে নিয়ে আসে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ ঘটনার সত্যতা পায়।

পরে পুলিশ আমাকে আমার পরিবারের কাছে হস্তান্তর করে এবং পরিবারকে সন্দ্বীপ থানায় অভিযোগ করার পরামর্শ দেয়। কিন্তু দুঃখ ও পরিতাপের বিষয় হলো সন্দ্বীপ থানা তখন আমাদেরকে সহযোগিতার আশ্বাস দিলেও কোন এক অদৃশ্য কারনে এখন পর্যন্ত এ বিষয়ে কোন কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না। সন্দ্বীপ থানায় আমি ৬ জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করি। সন্দ্বীপ থানা আমাদের অভিযোগপত্রটি নিলেও রিসিভ কপি দেয়নি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সন্দ্বীপ প্রেস ক্লাবের সহ-সভাপতি এম এ হাশেম, সাধারণ সম্পাদক ওমর ফয়সাল, দপ্তর সম্পাদক আলী হোসেন, সদস্য ইসমাইল হোসেন মনি, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, অনলাইন পেইজ সন্দ্বীপ সংযোগের চিফ এডমিন ফসিউল আলম প্রমুখ।

ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version