-->

মৃগী নদীতে গোসল করতে গিয়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

শেরপুর প্রতিনিধি
মৃগী নদীতে গোসল করতে গিয়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

শেরপুরের নকলায় নদীর পানিতে গোসল করতে গিয়ে সুমাইয়া আক্তার (৯) নামের দ্বিতীয় শ্রেণীর পড়ুয়া স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। (২৪ নভেম্বর) রবিবার দুপুরে নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের রেহারচর গ্রামের মৃগী নদীতে গোসল করতে গেলে এ ঘটনা ঘটে। মৃত সুমাইয়া আক্তার রেহারচরের কালু মিয়ার কন্যা এবং রেহারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

পরিবার ও পুলিশ সুত্রে জানা যায়, সুমাইয়া আক্তার দুপুরে বাড়ির পাশের মৃগী নদীতে গোসল করতে নামলে নদীর পানির স্রোতে ভেঁসে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে নদীর পানি থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যান।

এব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবর রহমান বলেন, চন্দ্রকোনা ইউনিয়নের রেহারচর এলাকায় সুমাইয়া আক্তার নামের এক শিক্ষার্থী মৃগী নদীতে গোসল করতে নেমে ডুবে মারা যায়। নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে লাশ দাফন করার জন্য আবেদন করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version