-->
শিরোনাম

দুর্যোগ ঝুকিঁ হ্রাসে সিরাজগঞ্জে যৌথ পরিকল্পনা সভা

সিরাজগঞ্জ প্রতিনিধি
দুর্যোগ ঝুকিঁ হ্রাসে সিরাজগঞ্জে যৌথ পরিকল্পনা সভা

সিরাজগঞ্জে যমুনা নদী পরিবেষ্টিত অবস্থানগত কারণে জেলাটি প্রায়ই বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ বন্যা, নদীভাঙ্গনের সম্মুখীন হয়ে থাকে। বন্যাপ্রবণ এলাকায় মানুষের জীবন ও জীবিকায়ন রক্ষায় দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম জোরদারকরণ এবং দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে অধিকতর সক্রিয় করতে বিভিন্ন পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয়ে যৌথ পরিকল্পনা প্রনয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৫ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে দাতা সংস্থা কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কৈইকা) এর আর্থায়নে এবং অক্সফাম এর সহযোগীতায়, মানব মুক্তি সংস্থা কৃর্তক বাস্তবায়নাধীন এনহ্যান্সিং ডিজাষ্টারস রেজিলিয়েন্স ক্যাপাসিটি অফ দ্যা মুনসুন ফ্লাড এফেক্টেড পপুলেশন অফ সিরাজগঞ্জ ডিসট্রিক্ট ইন বাংলাদেশ প্রকল্পের উদ্দ্যেগে যৌথ পরিকল্পনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব), মোহাম্মদ তোফাজ্জল হোসেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ তোফাজ্জল হোসেন বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয়ে যৌথ পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ন একটি উদ্যোগ, তবে এটি বাস্তবায়ন করতে সকলের সহযোগীতা প্রয়োজন, স্থানীয় ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি থেকে শুরু করে সকল পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সহ এনজিওদের সহযোগীতার মাধ্যমে এ পরিকল্পনা বাস্তবায়িত হবে বলে আশা পোষন করেন।

এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি, উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) রোজিনা আক্তার, জেলা ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তা, মোহাম্মদ আক্তারুজ্জামান সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ ও পরিচালক, মানব মুক্তি সংস্থা ও স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধিবৃন্দ ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version