ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন মাকসুদা বেগম (৪২)। তিনি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার কলার দোয়ানিয়া ইউনিয়নের বৈঠাকাটা গ্রামের দিন মজুর জামাল হাওলাদারের স্ত্রী। ক্যান্সারে আক্রান্ত মাকসুদা বেগম ৩ সন্তানের জননী। তাঁর সন্তানরা মাকে বাঁচানোর আকুতি নিয়ে ছোটাছুটি করছে। চিকিৎসার জন্য যে অর্থ প্রয়োজন তা পরিবারের নেই। যেটুকু সম্বল ছিল তা এরই মধ্যে চিকিৎসায় ব্যয় হয়েছে।
অর্থের অভাবে হাসপাতাল থেকে অসুস্থ মাকে বাড়ি নিয়ে যেতে বাধ্য হয়েছেন তারা।মাকসুদা বেগমের বড় সন্তান নিপা আক্তার( ২৪) জানান,তারা তার মাকে চিকিৎসা করিয়েছেন ঢাকার মিটফোর্ড হাসপাতালে চিকিৎসকরা জানিয়েছেন, রোগ প্রাথমিক পর্যায়ে আছে। দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে পারলে পুরোপুরি সারিয়ে তোলা সম্ভব হবে।
আর এ জন্য প্রয়োজন ৮/৯লাখ টাকা। এ অবস্থায় নিরুপায় সন্তানরা তাদের মাকে বাঁচাতে সমাজের হৃদয়বান, বিত্তবানদের কাছে অর্থ সাহায্যের আবেদন করেছে।
তাদের আকুতি, সবাই সহযোগিতার হাত বাড়ালে তারা তাদের মাকে বাঁচাতে পারবেন। মাকসুদা বেগমকে বাঁচাতে সাহায্য পাঠানোর ঠিকানা :নিপা আক্তার (মেয়ে ) বিকাশ ও যোগাযোগ নম্বর-01401848750।
ভোরের আকাশ/মি
মন্তব্য