-->

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদদের স্মরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদদের স্মরণ

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণ সভা এবং জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ পৌর শহরের এস বি ফজলুল হক রোডস্থ প্রাচীনতম বিদ্যাপিঠ জাহান আরা উচ্চ বিদ্যালয় সিরাজগঞ্জের আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহান আরা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জহুরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদের প্রতি বিস্তারিত বক্তব্য দেন জাহান আরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকার ছানোয়ার হোসেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান শিক্ষক সরকার ছানোয়ার হোসেন বলেন, হাজারো ছাত্র-জনতার জীবনের বিনিময়ে আমরা একটা স্বাধীন বাংলাদেশ অর্জন করেছি। এই আন্দোলন করতে গিয়ে হাজার হাজার ছাত্র-জনতা আহত ও পঙ্গু হয়েছেন। মুক্ত বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ যেন আঁকড়ে না ধরে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। আসুন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে দেশকে নিয়ে নতুন করে ভাবি। স্কুল, কলেজ ও সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদেরও তাদের ভবিষ্যৎ নির্মাণের শিক্ষাই দিয়ে গেল। তাই আমরা নিহতদের প্রতি গভীর শোক ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।

এসময় উপস্থিত ছিলেন, জাহান আরা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক টি এম আসলাম উদ্দিন, সহকারী শিক্ষক সন্জয় কুমার গৌর, মো. আলমগীর হোসেন, মো. আলআমীন, মোছা. আফরোজা সুলতানা, মোছা. সেলিনা বেগম, মোছাঃ মরশিদা, মোছা. মাছুমা খাতুন, মো. আব্দুস ছালাম, সহ শিক্ষক/ শিক্ষিকা ও কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মো. মামুনুর রশিদ।

ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version