-->

ঠাকুরগাঁও সদর হাসপাতালে ঠান্ডাজনিত শিশু রোগীর চাপ

জুয়েল ইসলাম শান্ত, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁও সদর হাসপাতালে ঠান্ডাজনিত শিশু রোগীর চাপ

ঠাকুরগাঁওয়ে ঠান্ডাজনিত কারণে শিশুদের নিউমোনিয়া, সর্দি, কাশি, জ্বরসহ ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। হঠাৎ করে রোগীর চাপ বাড়ায় হাসপাতালে দেখা দিয়েছে ওষুধ, স্যালাইন ও শয্যাসংকট। এতে অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে শিশু ওয়ার্ডে শয্যার সংখ্যা ৪৫ টি। বর্তমানে শিশু বিভাগে ভর্তি রয়েছে ১৪৯ জন শিশু। তাদের মধ্যে বেশির ভাগ শিশু ডায়রিয়ায় ও নিউমোনিয়ায় আক্রান্ত।

শিশু ওয়ার্ডের শয্যাগুলোর একটিও ফাঁকা নেই। কোনো কোনো শয্যায় একাধিক শিশুকে রেখে দেওয়া হচ্ছে চিকিৎসা সেবা। বেশির ভাগ শিশুরাই নিউমোনিয়া, ডায়রিয়া, সর্দি-কাশি ও জ্বরে আক্রান্ত। শয্যার ব্যবস্থা না থাকায় অনেক শিশুকে মেঝেতে রেখে স্যালাইনসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

২৫০ শয্যা জেনারেল হাসপাতালের শিশু চিকিৎসক সাজ্জাদ হায়দার শাহীন বলেন,এই জেলায় শীতের এ সময়ে ভাইরাসের প্রবণতা বেড়ে যায়। ফলে শিশুরা ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এ ছাড়া শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা কম বলে তারা সহজে আক্রান্ত হচ্ছে।

তিনি আরও বলেন, এসব রোগের হাত থেকে রক্ষা পেতে শিশুদের পরিষ্কার–পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ধুলোবালি এড়িয়ে চলতে হবে। আর প্রয়োজনীয় সব টিকা দিতে হবে। সেই সঙ্গে শিশুর শরীর ঘামলে তা মুছিয়ে দেওয়া এবং যাতে ঠান্ডা না লাগে, সে ব্যাপারে সতর্ক থাকতে গুরুত্ব আরোপ করেন তিনি।

মন্তব্য

Beta version