দিনাজপুরে ফুলবাড়ী উপজেলার ৪নং বেতদিঘী ইউনিয়নের কৃষক দলের কমিটি গঠন হয়েছে। মিটিংয়ে সর্বসম্মতিক্রমে মো. নাজমুজ রহমান নয়নকে আহ্বায়ক ও মো. ফজলার রহমানকে সদস্য সচিব করে পাঁচ সদস্যের কমিটি গঠনের অনুমোদন দেয়া হয়।
মিটিং এ উপস্থিত ছিলেন, প্রধান অতিথি হিসেবে মোস্তাহারুল হাসান রিপন, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল। সহ-সভাপতি হায়দার আলী।
নতুন কমিটির আহ্বায়ক মো. নাজমুজ রহমান নয়ন বলেন, আমরা রাজনীতি করি জনগণের জন্য, জনগণের কল্যাণে যেন আমরা নিয়োজিত থাকি এটা আমরা মাথায় রেখে কাজ করব। বেতদিঘী ইউনিয়নের কৃষকদের চাওয়া- পাওয়াগুলো পূরণ করার চেষ্টা করব এবং সংগঠনকে আরো শক্তিশালী করার জন্য চেষ্টা করব।
কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন, যুগ্ন আহ্বায়ক মো. জুয়েল মন্ডল, সদস্য ইমান আলী ও সুমন বাবু।
ভোরের আকাশ/মি
মন্তব্য