মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে সিলেটে বিষয়ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ শিশু একাডেমি ও জেলা প্রশাসন সিলেটের আয়োজনে ১২ ডিসেম্বর, বৃহস্পতিবার বিকেলে শিশু একাডেমিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সকল বিভাগের জন্য উন্মুক্ত মাধ্যম রেখে এবারের প্রতিযোগিতার বিষয় নির্বাচন করা হয়েছে জাতীয় পতাকা, জাতীয় স্মৃতিসৌধ এবং সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূঞা বলেন, তিনটি বিভাগে শিশু থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। শিশু থেকে ৩য় শ্রেণির শিশুদের নিয়ে গঠিত ‘ক’ বিভাগের জন্য বিষয় নির্ধারণ করা হয়েছে জাতীয় পতাকা। ৪র্থ থেকে ৬ষ্ঠ শ্রেণি নিয়ে গঠিত ‘খ’ বিভাগে জাতীয় স্মৃতিসৌধ এবং ‘গ’ বিভাগে অন্তর্ভুক্ত ৭ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা সিলেটের কেন্দ্রীয় শহিদ মিনার আঁকবে।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য একাডেমি থেকে কার্টিজ পেপার সরবরাহ করা হবে। রং, তুলি, পেন্সিল, বোর্ড ইত্যাদি প্রতিযোগীদের সঙ্গে আনতে বলা হয়েছে। জেলা শিশু বিষয়ক কর্মকর্তার স্বাক্ষরিত একটি অফিস আদেশে প্রতিযোগীদের যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ভোরের আকাশ/রন
মন্তব্য