রহমতগঞ্জ থেকে কাজিপুরের রাস্তার সংস্কারের দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জ প্রতিনিধি
রহমতগঞ্জ থেকে কাজিপুরের রাস্তার সংস্কারের দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জ পৌর শহরের কাঠেরপুল থেকে কাজিপুরের আঞ্চলিক রাস্তার সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১ টায় সিরাজগঞ্জ পৌর শহরের কাঠেরপুলে আমার সিরাজগঞ্জবাসীর ব্যানারে মানববন্ধন টি অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি-জুনায়েদ হোসেন সবুজ,জেলা বিএনপি সহ- প্রচার সম্পাদক রেজাউল করিম খান, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এম দুলাল উদ্দিন আহমেদ, সহ- শ্রম বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সহ- তাঁতী বিষয়ক সম্পাদক আলম রহমান, মাওলানা ভাসানী ডিগ্রী কলেজের ছাত্রী মাহেশা আরেফীন সর্ণা,প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ শহরের ভেতরের জনগুরুত্বপূর্ণ সড়কগুলোর নির্মাণ কাজে ধীরগতি হওয়ায় জনদুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছে গেছে। বিশেষ করে সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নিয়ন্ত্রণাধীন সিরাজগঞ্জ বাজার স্টেশন নতুন সংযোগ সড়ক ও সিরাজগঞ্জ-কাজিপুর সড়ক প্রশস্তকরণ কাজে ধীরগতি হওয়ায় জনদুর্ভোগ চরম আকারে বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ঠিকাদারী প্রতিষ্ঠানের গাফিলতি ও উদাসীনতার কারণে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় নানা দূর্ঘটনা। এতে নাগরিকদের চলাচলের ক্ষেত্রে নানা ভোগান্তি পোহাতে হচ্ছে। নির্মাণাধীন এই সড়কগুলো ঘিরে উন্নয়নের নব দিগন্তের স্বপ্ন দেখছে সিরাজগঞ্জবাসী। সড়কগুলোর কারণে অন্যান্য সব উপজেলা ও আশপাশের জেলাগুলোর সঙ্গে সিরাজগঞ্জের যেগাযোগ ব্যবস্থারও আমুল পরিবর্তনের স্বপ্ন দেখছেন সিরাজগঞ্জ শহরবাসী। অথচ কর্তৃপক্ষের এব্যাপারে দৃশ্যমান কোন তৎপরতা নেই। সিরাজগঞ্জ পৌরবাসীসহ সিরাজগঞ্জ শহরমুখী সর্বসাধারণের যাতায়াতের সুবিধার্থে ও জনদুর্ভোগ লাঘবে উল্লেখিত নির্মাণাধীন সড়কগুলো কাজ দ্রুত বাস্তবায়ন ও সংস্কারহীন সড়কগুলো দ্রুত সময়ের মধ্যে মেরামতের যাবতীয় ব্যবস্থা করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার দাবী জানান তিনি।

উক্ত মানববন্ধনে শহরের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়।

 

ভোরের আকাশ/মি

মন্তব্য