আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন

আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা
আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে "মরহুম আনোয়ারুল ইসলাম স্মৃতি জামে মসজি"র নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। এ-উপলক্ষ্যে সোমবার  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান বক্তা হিসেবে ডা. জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।

এসময় আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহাতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে জামায়াতে ইসলামীর যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দীন শাহ্, বাইতুল মাল সম্পাদক মো. শহিদুল্লাহ, উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক জকু উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নঈম উদ্দিন চৌধুরীসহ স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভা শেষে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করেন অতিথিবৃন্দরা।

 

ভোরের আকাশ/মি

মন্তব্য