পরশুরামের বিলোনিয়া স্থল বন্দরে ভারতীয় হিন্দু সমাজের বিক্ষোভ

ফেনী প্রতিনিধি
পরশুরামের বিলোনিয়া স্থল বন্দরে ভারতীয় হিন্দু সমাজের বিক্ষোভ

ফেনীর পরশুরামের বিলোনিয়া স্থল বন্দরের ভারতীয় অংশ থেকে বাংলাদেশকে কটাক্ষ করে বিভিন্ন শ্লোগান দিয়েছে সনাতনী হিন্দু সমাজের ব্যানারে কিছু উশৃঙ্খল মানুষ। এ বিষয়ে বিএসএফের কাছে প্রতিবাদ জানিয়েছে বিজিবি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সন্ধ্যায় বিলোনিয়া স্থল বন্দরের ওপারে ভারতীয় ৫০/৬০ জন নাগরিক জড়ো হয়ে বাংলাদেশের বিরুদ্ধে "ইসকন ও মন্দিরের ওপর হামলা কেন?", "জবাব চাই", "ভারতীয় পণ্য বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না", "ভারতের বিদ্যুৎ বাংলাদেশে আমদানি বন্ধ করতে হবে", "চেকপোস্ট দিয়ে আন্তর্জাতিক বানিজ্য বন্ধ কর", "ইউনুসের গালে গালে জুতা মারো তালে তালে", "রাজাকার মৌলবাদ নিপাত যাক"—এভাবে বাংলাদেশ বিরোধী বিভিন্ন শ্লোগান দিতে থাকে। এ সময় ভারতের নোম্যান্সল্যান্ড অংশে ঢুকে পড়ে, বাংলাদেশের দিকে মাইক তাক করে উচ্চ শব্দে প্রায় ৩০ মিনিট ধরে এসব শ্লোগান দেয়। পরে বিএসএফ তাদের সরিয়ে দেয়।

বিজিবি'র মজুমদার হাট সদরের কোম্পানি কমান্ডার সৈয়দ কামরুল আলম মজুমদার বলেন, বিজিবি'র সদস্যরা বিলোনিয়া স্থলবন্দরে অবস্থান নিয়ে বিএসএফের কোম্পানি কমান্ডারকে ডেকে বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে।

৪ বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোশারফ হোসেন বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, বিজিবি'র পক্ষ থেকে লিখিতভাবে বিএসএফকে প্রতিবাদ পাঠানোর প্রক্রিয়া চলছে।

 

ভোরের আকাশ/রন

মন্তব্য