৪ ডিসেম্বর গাইবান্ধা জেলার প্রথম হানাদারমুক্ত হয় ফুলছড়ি থানা। মুক্তিযোদ্ধারা পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে অংশ নিয়ে ফুলছড়ি থানা সদরকে হানাদারমুক্ত করে। মুক্তিযোদ্ধারা ৪টি দলে বিভক্ত হয়ে ১৯৭১ সালের ৩ ডিসেম্বর গভীর রাতে ফুলছড়ি থানার চারপাশে অবস্থান নেয় এবং সূর্য ওঠার আগেই ফুলছড়ি থানায় আক্রমণ করে। এতে পাকবাহিনীর ২৭ জন সৈন্য নিহত এবং ৫ জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। বেলা ওঠার সঙ্গে সঙ্গেই পাকিস্তানি সৈন্যরা আত্মসমর্পণ করে। মুক্তিনগরে শহীদ ৫ মুক্তিযোদ্ধাকে স্থানীয় বাসিন্দারা দাফন করেন। ফলে ৪ ডিসেম্বর এই দিনে শহীদদের স্মরণে ফুলছড়ি হানাদারমুক্ত দিবস পালন করা হয়।
ভোরের আকাশ/রন
মন্তব্য