-->

গোয়ালন্দে ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি
গোয়ালন্দে ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৬৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি যশোরের শার্শা উপজেলার গোগা এলাকার মো. শফিকুল ইসলামের ছেলে মো. আশানুর রহমান (২৬)।

গোয়ালন্দঘাট থানার সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এসআই মো. আব্বাস উদ্দিনের নেতৃত্বে সংগীয় ফোর্স ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদস্থ মেইন গেটের সামনে চেকপোস্ট বসায়। সেখানে সন্দেহভাজন আশানুর রহমানকে আটক করে তার কাছ থেকে ৬৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গোয়ালন্দঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম আজ মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে মঙ্গলবার দুপুরেই রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

মাদকের বিরুদ্ধে পুলিশের এমন পদক্ষেপে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেছেন। তবে মাদক কারবারি দমনে আরো কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version