সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টে ২-১ গোলে মহালছড়ি জোনকে হারিয়ে শিরোপা জিতেছে মারিশ্যা জোন। আজ মঙ্গলবার খাগড়াছড়ি স্টেডিয়ামে ফাইনালে খেলার ৫ মিনিটের মাথায় মঞ্জুরুল আলমের গোলে মারিশ্যা ১ গোল করে এগিয়ে যায়।
প্রথমার্ধের ২০ মিনিটে আবারো মঞ্জুরুলের গোলে ২-০ তে এগিয়ে যায় মহালছড়ি জোন। দ্বিতীয়ার্ধর ১০ মিনিটের সময় একটি গোল করে গোলের ব্যবধান কমিয়ে আনে মহালছড়ি। দ্বিতীয়ার্ধের অবশিষ্ট খেলায় উভয় দল পাল্টাপাল্টি আক্রমণ করলেও কোন দল গোলের দেখা পায়নি। ফলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মরিশ্যা দল।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান। এ সময় খাগড়াছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল আবুল হাসনাত জুয়েল, জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া উপস্থিত ছিলেন।
খেলায় চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও ১ লক্ষ টাকা এবং রানার আপ দলকে ট্রফি ও ৫০ হাজার টাকা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবলার মনিকা চাকমা ও জাতীয় অনুর্ধ্ব-২০ দলের গোলরক্ষক মোহাম্মদ আসিফ ভূঁইয়াকে খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ হতে সম্মাননা স্মারক ও উপহার হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়।
ভোরের আকাশ/ সু
মন্তব্য