শেরপুরের নকলায় মালবাহী ট্রাক চাপায় তাকরিম নামের দুই বছরের শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন সুন্দরী বেগম আরও একজন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে উপজেলার ধুকুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। তাকরিম ওই এলাকার রেফাজ উদ্দিনের পুত্র।
স্থানীয় সূত্র জানায়, নকলা উপজেলার পৌরসভাধীন ধুকুরিয়া এলাকায় বিকাল সোয়া ৪টার দিকে নকলা-নালিতাবাড়ী আঞ্চলিক সড়কে রাস্তার পাশ দিয়ে সুন্দরী বেগম তার নাতী তাকরিমকে নিয়ে বাড়ি যাওয়ার পথে পিছন থেকে মালবাহী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই শিশু তাকরিম মারা যান। স্থানীয়রা আহত অবস্থায় সুন্দরী বেগমকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশংখাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, আজ বিকেলে সড়ক দূর্ঘনায় তাকরিম নামের এক শিশু নিহত ও তার নানী আহত হয়েছেন। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ভোরের আকাশ/মি
মন্তব্য