-->

দুই পক্ষের গোলাগুলিতে সাজেক যেতে পারছেন না পর্যটকরা

খাগড়াছড়ি প্রতিনিধি
দুই পক্ষের গোলাগুলিতে সাজেক যেতে পারছেন না পর্যটকরা

গতকাল বুধবার (৩ ডিসেম্বর) মাচালং ব্রিজপাড়া এলাকায় আঞ্চলিক দুই পক্ষের গোলাগুলির কারণে সাজেকে পর্যটকরা যেতে পারছেন না। আঞ্চলিক দুই সংগঠন ইউপিডিএফ প্রসিত গ্রুপ ও জেএসএস সন্তু লারমা গ্রুপের মধ্যে থেমে থেমে গোলাগুলির খবর পাওয়া গেছে। এর ফলে নিরাপত্তাহীনতার আশঙ্কায় রাঙ্গামাটি জেলা প্রশাসন পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করেছে।

এতে সাজেকে প্রায় সাড়ে পাঁচশত পর্যটক আটকা পড়েছেন। সাজেকে যেতে না পারায় হতাশার কথা জানিয়েছেন ঘুরতে আসা পর্যটকরা। তারা বলেন, "অনেক দিন ধরে খাগড়াছড়ি হয়ে সাজেক যাওয়ার প্রস্তুতি নিয়েছি। সকালে সাজেকের টিকিট কাউন্টারে এসে জানতে পারি রাঙ্গামাটি জেলা প্রশাসন পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করেছে।"

এ অবস্থায় ঘুরতে আসা পর্যটকরা খাগড়াছড়ির হর্টিকালচার পার্ক ও আলুটিলাসহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে ঘুরে অলস সময় কাটাচ্ছেন।

ভৌগোলিক অবস্থানের কারণে খাগড়াছড়ি হয়ে সাজেকে যেতে হয়। তবে এ ঘটনার পর আজ সকাল থেকে এখন পর্যন্ত খাগড়াছড়ি থেকে কোনো পর্যটকবাহী গাড়ি ছাড়তে দেখা যায়নি।

 

ভোরের আকাশ/রন

মন্তব্য

Beta version