স্বরণ সভায় বক্তারা

কবি আব্দুল হাই মাশরেকী ছিলেন মাটি ও মানুষের কবি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
কবি আব্দুল হাই মাশরেকী ছিলেন মাটি ও মানুষের কবি

কবি আব্দুল হাই মাশরেকীর ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্বরণ সভা অনুষ্ঠিত হয়। বুধবার (৪ ডিসেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পাঞ্জেরী সাংস্কৃতিক সংসদের সভাপতি অ্যাডভোকেট আজিজুল হাই সোহাগের সভাপতিত্বে স্বরণ সভায় বক্তারা বলেন, কবি আব্দুল হাই মাশরেকী ছিলেন মাটি ও মানুষের কবি। গ্রামবাংলার সাধারণ মানুষের জীবনগাথা তাঁর লেখনিতে স্থান পেয়েছে। তিনি অসংখ্য পালাগান, দেশাত্মবোধক গান, কবিতা লিখে গেছেন।

তাঁর উল্লেখযোগ্য লিখিত গ্রন্থে কবিতা ও গণসংগীতের মধ্যে রয়েছে রাখাল বন্ধু, জরিনা সুন্দরী, আল্লাহ্‌ মেঘ দে ছায়া দে, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, প্রাণ সখি রে বাবলা বনে ধারে ধারে বাঁশি বাজায় কে। সামাজিক বৈষম্য, অর্থনীতি, ধর্মীয় ও বর্ণবাদের বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার।

কবি আব্দুল হাই মাশরেকী ১৯০৯ সালের ১ এপ্রিল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কাকনহাটি গ্রামে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। স্বরণ সভায় বক্তারা কবির অরক্ষিত কবরস্থান সংরক্ষণের জন্য প্রাচীর নির্মাণ এবং আব্দুল হাই মাশরেকী ফাউন্ডেশনের সমস্যাবলী নিরসনের জন্য প্রধান অতিথির কাছে সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

স্বরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কবি নাজমা মমতাজ, কবি নজরুল গ্রন্থাগারের সভাপতি কবি মোশাররফ হোসেন, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একেএম হারুন অর রশিদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম জিকু, সমাজসেবক এমদাদুল হক বাবুল, শিক্ষক ফারুক আহমেদ, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার, ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান, কবি ফয়সাল আহমেদ প্রমুখ।

 

ভোরের আকাশ/রন

মন্তব্য